ভার্মি কম্পোষ্ট সার/জৈব সার উৎপাদন করে মিন্টু কীর্তনিয়া এখন সফলতাকে ছুঁতে যাচ্ছেন। স্বপ্ন তার জৈব সারের আলোয় নিজেকে আলোকিত করার।জমিতে ভার্মি কম্পোষ্ট সার ব্যবহার করে কৃষি খাতকে আরো সম্প্রসারিত ও নিজ পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন তিনি।
তার মতো জৈব সার উৎপাদনকারীদের সংখ্যাও এখন পাথরঘাটা উপজেলার চিরিরবন্দরের বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রান্তিক পর্যায়ে কেঁচো ও গোবর দিয়ে উৎপাদিত জৈব সার জমিতে প্রয়োগে দিনদিন আগ্রহী হয়ে উঠছে কৃষকেরা। এ জৈব সার ব্যবহারে তাদের জমির উবর্রতা শক্তি বৃদ্ধির পাশাপাশি শাক-সবজি, ফল-মূলের ফলনও ভাল হচ্ছে।
গরুর গোবর আর কেঁচো থেকে জৈব ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন করছেন মিন্টু কীর্তনিয়া। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে গত এক বছর আগে সার উৎপাদনের কাজ শুরু করেন তিনি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস